স্নানের সুফল অনেক আবার ভুল সময়ে স্নান করলে ক্ষতিও আছে যে সময় স্নান করা ঠিক নয়, জেনে নিন খাওয়ার পর পরই অর্থাৎ ভরা পেটে স্নান করা ঠিক নয় এতে খাবার হজমে সমস্যা দেখা দিতে পারে বাইরে থেকে ফেরার সঙ্গে সঙ্গে স্নান করা ঠিক নয় কারণ তখন শরীর ক্লান্ত থাকে স্নানের সময় সম্ভব হলে পছন্দের গান শুনুন রান্না করার পর পরই স্নান করা ঠিক নয় ঘামে ভেজা অবস্থায় স্নান করা ঠিক নয় ব্যায়ামের পর পরই স্নান করবেন না এতে করে শরীর আরও দুর্বল মনে হতে পারে