Image Source: Pexels

টি ট্রি অয়েলে রয়েছে অনেক গুণ। আমাদের দৈনন্দিন জীবনের নানা কাজে লাগে এই টি ট্রি অয়েল।

Image Source: Pexels

যেকোনও কাটাছেঁড়া বা ক্ষত স্থান সারাতে দারুণ ভাবে কাজ করে টি ট্রি অয়েল।

Image Source: Pexels

ত্বকের পরিচর্যাতেও কাজে লাগে এই টি ট্রি অয়েল। স্কিন ম্যাসাজের খুবই ভাল উপকরণ এটি।

Image Source: Pexels

তবে সরাসরি কখনই এই টি ট্রি অয়েল আপনার ত্বকে লাগাবেন না। অলিভ অয়েল বা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে তারপর মাখুন।

Image Source: Pexels

রুক্ষ-শুষ্ক ত্বক বা এগজিমার ক্ষেত্রে ১-২ ফোঁটা টি ট্রি অয়েল মুশকিল আসান হিসেবে কাজ করে।

Image Source: Pexels

অয়েলি স্কিন বা ত্বকে কোনও র‍্যাশ এবং চুলকানির ক্ষেত্রেও টি ট্রি অয়েল ব্যবহার করা হয় নিরাময়ের জন্য।

Image Source: Pexels

চোখের চারপাশে টি ট্রি অয়েল লাগানোর সময় সতর্ক থাকুন যাতে চোখে ঢুকে না যায়।

Image Source: Pexels

ব্রন বা ত্বকের যেকোনও ইনফেকশনের ক্ষেত্রেও সমস্যা দূর করে টি ট্রি অয়েল।

Image Source: Pexels

শুধু ত্বক নয় চুলের যত্নেও ভীষণভাবে কাজে লাগে টি ট্রি অয়েল।

Image Source: Pexels

টি ট্রি অয়েল দিয়ে স্ক্যাল্প ম্যাসাজ করলে রুক্ষ শুষ্ক চুলের সমস্যা অনায়াসেই দূর হতে পারে।