ত্বকের ট্যান দূর করার জন্য রান্নাঘরে থাকা টুকিটাকি উপকরণই ব্যবহার করতে পারেন।

Image Source: Pexels

কোন কোন জিনিস ব্যবহার করলে সহজেই ট্যান তুলে ফেলা যাবে সেটা দেখে নিন একনজরে।

Image Source: Pexels

মধু খুবই ভাল ট্যান রিমুভার। এর সঙ্গে সামান্য চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করতে মুখে -গলায় লাগাতে পারেন।

Image Source: Pexels

লেবুর রস ট্যান তুলতে দারুণ ভাবে কাজ করে। পাতিলেবুর রস দিয়ে ট্যান তুলতে পারবেন সহজে।

Image Source: Pexels

টোম্যাটোর রসও ট্যান রিমুভার হিসেবে খুব ভাল ভাবে কাজ করে। তাই এই উপকরণও ব্যবহার করা যায়।

Image Source: Pexels

আনারসের টুকরো দিয়েও চাইলে ট্যান তুলতে পারবেন। কালচে দাগছোপের জায়গায় আনারসের টুকরো ঘষতে পারেন।

Image Source: Pexels

অ্যালোভেরা ত্বকের পরিচর্যায় নানাভাবে কাজে লাগে। ট্যান রিমুভার হিসেবেও অ্যালোভেরা জেল দারুণ ভাবে কাজ করে।

Image Source: Pexels

হলুদ, সামান্য অলিভ অয়েল আর মধু মিশিয়ে বানিয়ে নিতে পারেন ট্যান রিমুভাল প্যাক।

Image Source: Pexels

স্ট্রবেরির সাহায্যে ট্যানের ফলে ত্বকে তৈরি হওয়া কালচে দাগছোপ দূর করা সম্ভব।

Image Source: Pexels

আলুর রস খুবই ভাল ট্যান রিমুভার। ব্যবহার করলে ফল পাবেন হাতেনাতে।