চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনে মহাসপ্তমীর মহাপুজো অনুষ্ঠিত হল বেলুড় মঠে ভোরে মঙ্গলারতি শেষে বিভিন্ন উপাচার-সহ স্নানের পর নবপত্রিকাকে আনা হয় মণ্ডপে প্রতিমার চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠার পর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো শুরু শ্রী রামকৃষ্ণ দেব দেবী দুর্গাকে মেয়ে রূপে পুজো করতেন নিয়ম মেনে কলা গাছকেই গণেশের বধূ হিসেবে স্নান করানো হয় এরপর শুরু হয় পুজোর অন্যান্য আচার পালন আজ থেকে পুজোর ক’দিন সারাদিন খোলা থাকবে বেলুড় মঠ