রুটি মাখার সময় যদি এই টিপস ফলো করেন তাহলে একদম নরম তুলতুলে হয় রুটি

নরম গোল রুটি বানানোর জন্য আমরা কত কিছুই না করে থাকি তাই এই টিপস ফলো করে দেখতে পারে

ঠান্ডা জলে আটা মাখবেন না বরং গরম জল দিয়ে মাখলে রুটি নরম থাকবে

ছানার জল ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু রুটি ভীষণ নরম হয়

টক দই দিয়ে আটা মাখতে পারেন স্বাস্থ্যকর তো হবেই, নরমও হবে

যে কোন সবজি মিক্সিতে পেস্ট করে নিয়ে তা দিয়ে আটা মাখতে পারেন, রুটি বেশ নরম হয়

আটা মাখার পর একটু তেল দিয়ে রাখতে পারেন তাহলে তেলের জন্য রুটি বেশ নরম থাকে

সবসময়ই একটু বেশি জল দিয়ে আটা মাখবেন এতে আর্দ্রতা টেনে রুটি ভাজার পরও নরম থাকবে