Image Source: Pexels, Pixabay

সর্দি বা ঠান্ডা লাগলে, গলায় ব্যথা হলে, দাঁতে ব্যথা হলে- টোটকা হিসেবে ব্যবহার হয় লবঙ্গ

Image Source: Pexels, Pixabay

শীতে লবঙ্গ খেলে ঠাণ্ডা-সর্দি এবং মাথাব্যথার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

Image Source: Pexels, Pixabay

দাঁতের জন্য ভাল বলে টুথপেস্ট তৈরিতে লবঙ্গ ব্যবহার হয়।

Image Source: Pexels, Pixabay

লবঙ্গ থেকে অনেক ধরনের আয়ুর্বেদিক ওষুধও তৈরি হয়।

Image Source: Pexels, Pixabay

ত্বকের জন্যও লবঙ্গ ভেজানো জল খুবই উপকারী।

Image Source: Pexels, Pixabay

গরমে প্রায়ই রোদে ত্বক জ্বলে যায়, ট্যান পড়ে। ট্যান দূর করতে লবঙ্গের জল দারুণ উপকারী।

Image Source: Pexels, Pixabay

অ্যান্টি-অক্সিডেন্ট, ছত্রাকনাশক গুণে ভরপুর লবঙ্গ।

Image Source: Pexels, Pixabay

যাঁরা ত্বকে নানারকম ব়্যাশের সমস্যায় ভোগেন, তাঁরা লবঙ্গের জল ব্যবহার করলে উপকার পাবেন।