বর্ষার শুরুতেই চোখ রাঙাচ্ছে স্ক্রাব টাইফাস। এই রোগে হতে পারে মৃত্যুও।



ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের মাকড়ের কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটেরিয়া!



জ্বর, গায়ে-হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা - এই লক্ষণগুলি অবহেলা করবেন না।



চোখের পিছনে ব্যথা,বমি, গায়ে র‍্যাশ - এই লক্ষণগুলি খেয়াল রাখতে হবে।



মাকড়ের কামড়ের বিষ এতটাই যে, ঠিক সময়ে ধরা না পড়লে ঘটতে পারে মৃত্যুও।




ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে একটি শিশু। কোলাঘাটের বাসিন্দা এই শিশু।


ওই কামড়ে নির্দিষ্ট ওই জায়গাগুলিতে ব্যথা যন্ত্রণা হয়না। কালো পোড়া মতো দাগ থেকে যায়।



সর্দি-গর্মি ছাড়া ৪-৬ দিন টানা জ্বর দেখলে ফেলে রাখা যাবে না। ডেঙ্গু বা স্ক্রাব টাইফাস , যে কোনও একটি হতে পারে।