ধনে পাতা শরীরে খারাপ কোলেস্টরলের মাত্রা কম করে

ধনে পাতা পেট ফাঁপা ও পাকস্থলির বিভিন্ন সমস্যা দূর করে হজমশক্তি বাড়াতেও সাহায্য করে।

ডায়াবেটিকদের জন্য ধনে পাতা বিশেষ উপকারী। এটি শরীরে ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে

ত্বকের ক্ষতি ও চুল পড়া কম করে ধনে পাতা। ধনে পাতায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ফসফরাস ও ক্লোরিন।

দেহের কাটা-ছেঁড়ায় দ্রুত উপশমের জন্য খুব উপকারী ধনে পাতা।

ধনেপাতায় ভিটামিন-এ থাকে প্রচুর পরিমাণে। আর চোখের পুষ্টি জোগায় এই ভিটামিন-এ।

স্মৃতিশক্তি প্রখর এবং মস্তিস্কের স্নায়ু সচল রাখতে সাহায্য করে ধনে পাতা।

ধনেপাতায় থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিইনফেকসাস, ডিটক্সিফাইং উপাদান, ভিটামিন ‘সি’ এবং আয়রন গুটিবসন্ত প্রতিকার করে।

ধনে পাতায় রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান