আমলকি তীব্র গরমের মধ্যে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে

গরমের দাবদাহ কিংবা লু-এর হাত থেকে শরীরকে বাঁচাতে সাহায্য করে আমলকির রস

সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে ভিটামিন সি

ত্বকের ক্যানসার প্রতিরোধ করতে আমলকির রসের জুড়ি মেলা ভার

ত্বকের জন্য আমলকির রসের উপকারিতা অনেক গরমে র‍্যাশ, অ্যাকনের সমস্যাও প্রতিরোধ করে

প্রতিদিন আমলকির রস খেলে চুল ঘন কালো এবং লম্বা হয়

প্রতিদিন আমলকির রস খেলে তাতে থাকা অ্যান্টি অক্সিডেন্টস হার্ট অ্যাটাক, স্ট্রোক প্রভৃতি প্রতিরোধ করে

নিয়মিত আমলকির রস খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে

ত্বকে বয়সের ছাপ পড়ার ভয় পাচ্ছেন? তাহলে নিয়মিত খান অমলকির রস

পিরিয়ডসের সময় তলপেটে ব্যথার সমস্যা প্রতিরোধ করে আমলকির রস