ABP Ananda

১৯৯০ সালের ১০ অক্টোবর জন্ম নেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রকুলপ্রীত সিংহ।

ABP Ananda

রকুলপ্রীত কাজ করেছেন হিন্দি, তেলুগু, তামিল ছবিতে।

ABP Ananda

নয়াদিল্লির শিখ পরিবারে জন্ম নিয়েছেন রকুলপ্রীত সিংহ।

ABP Ananda

অঙ্ক নিয়ে স্নাতক পাস করেছেন রকুলপ্রীত

ABP Ananda

সম্প্রতি মুক্তি পেয়েছে রকুলপ্রীতের আগামী ছবি 'রানওয়ে ৩৪'-এর ট্রেলার।

ABP Ananda

অজয় দেবগণের সঙ্গে 'রানওয়ে ৩৪' ও জন আব্রাহামের সঙ্গে 'অ্যাটাক' ছবি মুক্তির অপেক্ষায়।

ABP Ananda

একাধিক সাক্ষাৎকারে রকুলপ্রীত জানিয়েছেন যে তিনি সবসময়ই অভিনেত্রী হতে চাইতেন।

ABP Ananda

১৮ বছর বয়সে কলেজে পড়াকালীন রকুলপ্রীত মডেলিং শুরু করেন।

ABP Ananda

২০০৯ সালে কন্নড় ছবি 'গিল্লি' দিয়ে অভিনয় যাত্রা শুরু রকুলপ্রীতের

ABP Ananda

'খানিক বেশ পকেট মানি' পাওয়ার জন্য ছবিটি করতে রাজি হন বলে জানিয়েছিলেন রকুলপ্রীত।