ডিহাইড্রেশনের ক্ষেত্রে লেবু উপকারী

দিনে দুই থেকে তিনবার লেবুজল পান করতে করলে শরীরে জল ও পুষ্টির অভাব দূর হবে।

গরম জলে লেবু এবং মধু দিয়ে পান করলে চর্বি কমে।

অর্ধেক লেবুতে নুন দিয়ে খেলে হজমশক্তি ভালো হয়

লেবুজল এটি পেট ব্যথা নিরাময়ে সাহায্য করে।

খাবার খাওয়ার পর বমি বমি ভাব ও বমির সমস্যা হলে তাজা লেবুর রস খান

লেবু পাতা পিষে এর রস খেলে পেটের কৃমি সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায়।

লেবুর রস ডায়রিয়া সমস্যা কমাতে সহায়তা করে।

ক্ষত স্থানে কিছুটা লেবুর রস প্রয়োগ করলে, সহজে সেরে যাবে ক্ষত