মিলেটের মতো শষ্যদানা খাবারের তালিকায় রাখা দরকার।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মহিলাদের বয়স তিরিশ পেরোলেই রাগি, জোয়ার, বাজরা,

প্রোটিনজাতীয় খাবারের পরিমাণ

এই সময়ে সুস্থ থাকতে এবং বিভিন্ন অসুখ প্রতিরোধে বাড়াতে হবে

প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে হবে বিনস, সোয়াবিন, বাদাম, মুরগির মাংস, মাছ, ডিম প্রভৃতি

পেশি, ত্বক, হাড়, চুল সুস্থ রাখতে খুবই প্রয়োজন প্রোটিনের।

সামুদ্রিক মাছে এই উপাদান ভরপুর থাকে

স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড।

সামুদ্রিক মাছে থাকে এই উাপাদান

স্যামন, টুনা, সার্ডিন এবং আরও বেশ কিছু

কুমড়োর দানা প্রভৃতি

এর পাশাপাশি খেতে হবে বাদাম, আখরোট, চিয়া সিডস,

প্রাকৃতিক উপায়ে ভিটামিন ডি পাওয়ার সবথেকে সহজ উপায় সূর্যের আলো।

পেশি মজবুত রাখতে খুবই দরকারী ভিটামিন ডি এবং ক্যালশিয়ামের।

ক্যালশিয়ামের দরকার হয়

মহিলাদের সারাদিনে ১০০ মিলিগ্রাম

সেরেলে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন ডি

পালং শাক, মাছ,. টোফু, আমন্ড বাদাম এবং কমলালেবুর রস ও

ভিটামিন, মিনারেলসের মতো উপাদানগুলি

এছাড়াও খাবারের তালিকায় রাখতে হবে আয়রনজাতীয় খাবার, ফাইবার,