এই গাছ বাড়ির দক্ষিণ-পূর্ব কোণেও রাখতে নেই এই গাছ রাখতে হবে বাড়ির উত্তর বা পূর্ব কোণে মানিপ্ল্যান্ট যেন তা সব সময় মাথার ওপরে থাকে এই গাছ নীল রঙের টব বা ফুলদানিতে রাখতে পারলে ভাল মানি প্ল্যান্ট যাতে কোনও ভাবে শুকিয়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে মানিপ্ল্যান্টে জল দেওয়ার সময় তাতে কয়েক ফোঁটা দুধ মিশিয়ে দিলে ধন বৃদ্ধির হয় বলে অনেকের ধারনা মানি প্ল্যান্টের জন্য কিন্তু জল আর সূর্যের আলো দুটোই প্রয়োজন নরম মাটিতে মানি প্ল্যান্ট ভাল হয়। যদি মাটির মধ্যে এই গাছ লাগান তাহলে সপ্তাহে দু দিন জল দিলেই হবে বলা হয় হার্ট শেপের মানিপ্ল্যান্ট রাখলে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ভাল থাকে।