বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার একটি নতুন ফিচার লঞ্চ করতে চলেছে। এতদিন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ইউজাররা ছবি, ভিডিয়ো শেয়ার করতে পারতেন। নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অডিও বা ভয়েস নোটও শেয়ার করা যাবে। হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচার আসছে শুনে খুশি ইউজাররা। আরও বেশ কয়েকটি নতুন ফিচার লঞ্চ হতে চলেছে হোয়াটসঅ্যাপে। যেমন একটাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একই সময়ে দুটো ফোনে ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করার ক্ষেত্রে ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশনের মেয়াদ বেড়ে ২ দিন বা তার বেশি হতে চলেছে বলে শোনা যাচ্ছে। আপনি যে হোয়াটসঅ্যাপে অনলাইন রয়েছেন তা সকলের থেকে আড়ালে রাখা যাবে। এক্ষেত্রে আপনি আপনার কনট্যাক্ট লিস্টে থাকা ইউজারদের মধ্যে থেকে নির্দিষ্ট কয়েকজনকেও বেছে নিতে পারবেন। ইউজারদের সুবিধায় হামেশাই হোয়াটসঅ্যাপ নতুন নতুন ফিচার লঞ্চ করে।