জি বাংলার বর্ষবরণে চাঁদের হাট। হাজির হয়েছিলেন টেলি পাড়ার একাধিক চেনা মুখ। সঙ্গে সুপারস্টার দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়। নাচে, গানে, মিষ্টি মুখ করে, আড্ডায় মেতে নতুন বঙ্গ বর্ষকে বরণ করে নিলেন তারকারা। জি বাংলা সবসময়েই দর্শকদের জন্য নতুন কিছু উপহার নিয়ে আসে। 'বর্ষবরণ ১৪২৯' তেমনই একটি উদাহরণ তৈরি করল। গঙ্গাবক্ষে ভেসে যেতে যেতে একঝাঁক তারকাদের নিয়ে নাচে গানে বাংলা নববর্ষের উদযাপন টেলিভিশনে এই প্রথমবার। আর অনুষ্ঠানের উপরি পাওনা সুপারস্টার দেব। প্রথমবার সঞ্চালকের ভূমিকায় দেখা গেল তাঁকে। সঞ্চালনার দায়িত্ব সামলেও দেব নাচ, গান ও আড্ডায় জমিয়ে দিয়েছেন সম্পূর্ণ অনুষ্ঠান। সম্প্রতি 'টনিক' ছবির মুক্তির পর দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের জুটি এখন সুপারহিট। এদিনের অনুষ্ঠানেও ধরা পড়বে সেই রসায়ন। গঙ্গাবক্ষে, ব্যাকগ্রাউন্ডে হাওড়া ব্রিজের অপূর্ব দৃশ্য। সঙ্গে দক্ষিণেশ্বরের মন্দির দর্শন। মিলবে সবই। অনুষ্ঠানে থাকবে দর্শকদের সকলের প্রিয় মিঠাই, দাদু, পিলু, উর্মি, গৌরী। থাকবেন ইন্দ্রানী হালদার। এছাড়া জি বাংলার বর্ষবরণ গানে আড্ডায় ভরিয়ে দিতে সঙ্গে থাকবেন ইমন চক্রবর্তী, চন্দ্রবিন্দু, ভূমি, সোমলতা, বাবুল সুপ্রিয় ও আরও অনেকে। বর্ষবরণের এই জমকালো অনুষ্ঠান দেখা যাবে ১৭ এপ্রিল, দুপুর ৩টে থেকে।