শেষ হল ধারাবাহিক 'কী করে বলব তোমায়'- এর শ্যুটিং। শেষদিনের কাজ শেষ করে আবেগে ভাসলেন গোটা টিমের সবাই।
'রাধিকা.. সরি, মানে স্বস্তিকা'। কথা বলতে গিয়ে সহ অভিনেত্রীর নাম আর চরিত্রের নামও যেন মিলিয়ে মিশিয়ে ফেললেন ক্রুশল আহুজা, ওরফে কর্ণ
গুঞ্জন ছিল অনেকদিনই। স্বস্তিকা জানান, মাত্র ৩ দিন আগে তাঁরা জানতে পারেন, শেষ হচ্ছে সফর।
স্বস্তিকা বলছেন, ''অনেকেই বলেছিলেন, ক্রুশল অবাঙালি ছেলে, ভালো করে বাংলা বলতে পারে না। কিন্তু আমি এতদিন ধরে দেখছি ও ভাষা নিয়ে কতটা খেটেছে।'
এই ধারাবাহিক চলাকালীনই ‘দীপ জ্বেলে যাই’-এর হিন্দি রিমেকে সুযোগ পেয়ে গিয়েছেন ক্রুশল। এদিন গল্প করতে করতে সেই কথাও সামনে আনেন স্বস্তিকা
শোনা গিয়েছিল কর্ণ না থাকলেও রাধিকা ও তাঁর মেয়েকে নিয়েই এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প। এও শোনা গিয়েছিল, ধারাবাহিকের সিক্যুয়াল তৈরি হবে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কলাকুশলীরা।
'কী করে বলব তোমায়'-এর সিক্যুয়ালের খবরে এখনও শিলমোহর দেননি নির্মাতারা। তবে, নিজের চুল কেটে লুক পরিবর্তন করে ফেলেছেন স্বস্তিকা।
ক্রুশলের নতুন ইনিংস শুরু করা নিয়ে স্বস্তিকা বলেন যে, 'আমি হিংসা করি না ক্রুশলকে। বরং আমি খুশি আমার হিরো এত বড় একটা সুযোগ পাচ্ছে'
শ্যুটিং-এর শেষ দিনে মনখারাপ গোটা টিমের। সবাই ফিরে দেখলেন ফেলে আসা স্মৃতি।
'কি করে বলব তোমায়'-এর গোটা টিমের পক্ষ থেকে আজ দর্শকদের ধন্যবাদ জানান সবাই। সবাই বলেন, দর্শকদের ভালোবাসার জন্যই আজ ধারাবাহিক জনপ্রিয় হয়েছে।