অলিম্পিক্সের প্রথম রাউন্ডে সহজেই জিতলেন।
আধঘণ্টারও কম সময়ে প্রতিপক্ষকে হারালেন সিন্ধু।
২১-৭ ও ২১-১০ গেমে ইসরায়েলের প্রতিপক্ষ সেনিয়া পোলিকারপোভাকে হারালেন।
প্রথম গেম জিততে সময় নিলেন ১৩ মিনিট।
দ্বিতীয় গেম জিতলেন ১৬ মিনিটে।
ম্যাচের পর সিন্ধু বলেছেন, 'আগেরবার আমাকে ঘিরে এত প্রত্যাশা ছিল না।'
এখন ব্যাডমিন্টনে বিশ্ব ক্রমপর্যায়ে সাত নম্বরে রয়েছেন সিন্ধু।
পরের রাউন্ডে তাঁর প্রতিপক্ষ বিশ্বের ৩৪ নম্বর হংকংয়ের চেয়ুং গান য়ি।
সিন্ধু বলেছেন, 'মানসিক, শারীরিকভাবে ও অভিজ্ঞতার দিক থেকে অনেক কিছু বদলে গিয়েছে।'
অলিম্পিক্সে পদকের জন্য সিন্ধুর দিকে তাকিয়ে গোটা দেশ।