শুরুতেই ছন্দে সিন্ধু

অলিম্পিক্সের প্রথম রাউন্ডে সহজেই জিতলেন।

২৯ মিনিটে জয়

আধঘণ্টারও কম সময়ে প্রতিপক্ষকে হারালেন সিন্ধু।

স্ট্রেট গেমে জয়

২১-৭ ও ২১-১০ গেমে ইসরায়েলের প্রতিপক্ষ সেনিয়া পোলিকারপোভাকে হারালেন।

প্রথম গেম থেকেই দাপট

প্রথম গেম জিততে সময় নিলেন ১৩ মিনিট।

দ্বিতীয় গেমেও ছন্দে

দ্বিতীয় গেম জিতলেন ১৬ মিনিটে।

প্রত্যাশার চাপ

ম্যাচের পর সিন্ধু বলেছেন, 'আগেরবার আমাকে ঘিরে এত প্রত্যাশা ছিল না।'

সাতে সিন্ধু

এখন ব্যাডমিন্টনে বিশ্ব ক্রমপর্যায়ে সাত নম্বরে রয়েছেন সিন্ধু।

সামনে হংকংয়ের প্রতিপক্ষ

পরের রাউন্ডে তাঁর প্রতিপক্ষ বিশ্বের ৩৪ নম্বর হংকংয়ের চেয়ুং গান য়ি।

মানসিক দৃঢ়তা

সিন্ধু বলেছেন, 'মানসিক, শারীরিকভাবে ও অভিজ্ঞতার দিক থেকে অনেক কিছু বদলে গিয়েছে।'

পদকের স্বপ্ন

অলিম্পিক্সে পদকের জন্য সিন্ধুর দিকে তাকিয়ে গোটা দেশ।

Thanks for Reading. UP NEXT

Apple Health Benefits: করোনা থেকে সুস্থ হতে আপেলই ভরসা! ম্যাজিকের মতো কাজ করে এই ফল

View next story