গভীর রাতে শতরূপা পল্লিতে লাগে বিধ্বংসী আগুন।
শনিবার রাত ২টো নাগাদ কাঠের আসবাবের দোকানে আগুন লাগে
দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে।
একের পর এক রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও ঝুপড়িতে।
কয়েক ঘণ্টায় পুড়ে ছাই ৩১টি অস্থায়ী দোকান।
আগুন নেভাতে গিয়ে আহত ২ দমকলকর্মী সহ ৭ জন।
রবিবার সকাল ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন খাক করে দিয়েছে কারও বই-খাতা, নথি।
কারও আবার সোনার গয়না, টাকা চলে গিয়েছে।
অগ্নিকাণ্ডে নিঃস্ব বেশ কয়েকটি পরিবার।