পথচলা শেষ হল মিঠাই আর উচ্ছেবাবুর, শেষ হল ধারাবাহিক 'মিঠাই' ৯ জুন ছিল এই ধারাবাহিকের শেষ সম্প্রচার। এরপরে এই স্লটে চলবে নতুন ধারাবাহিক আজ সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে আবেগপ্রবণ হয়েছেন অনেকেই এরপর বড়পর্দায় পা রাখতে চলেছেন সৌমিতৃষা। মিষ্টি বানানোর মিষ্টি দৃশ্য দিয়েই শেষ হল ধারাবাহিক, রেখে যায় ভালবাসার বার্তা। সোশ্যাল মিডিয়ায় আজ পুরনো ছবি শেয়ার করে স্মৃতি হাতড়েছেন সৌমিতৃষা সহ অনেকেই সৌমিতৃষা জানান, সবচেয়ে বেশি তিনি মিস করবেন গোপালকে।