১০ জুন ত্রিশে পা দেবেন তেজস্বী প্রকাশ। তার আগে ধুমধাম করে জন্মদিন পালন করলেন অভিনেত্রী। আপাতত তেজস্বী অভিনয় করছেন 'নাগিন ৬' ধারাবাহিকে। জন্মদিনের আগেরদিন উদযাপন করলেন ধারাবাহিকের সেটে ফিল্ম সিটিতে। আজ সেটে ছোট্ট কেক কাটার অনুষ্ঠান হয় তাঁর। উপস্থিত ছিলেন অনুরাগী ও পাপারাৎজিরা। ব্যস্ত শিডিউলের জন্যই অভিনেত্রী বাধ্য হন 'নাগিন ৬'-এর সেটে জন্মদিন উদযাপন করতে। কেক কেটে সেখানে উপস্থিত পাপারাৎজিদেরও কেক খাইয়ে দেন অভিনেত্রী। ধারাবাহিকের চরিত্রের সাজেই দেখা গেল তেজস্বীকে। সবুজ রঙের লম্বা রোব পোশাক ও কপালে বড় টিকলি দেখা যায়। তেজস্বী প্রকাশ আপাতত অভিনেতা কর্ণ কুন্দ্রার সঙ্গে সম্পর্কে রয়েছেন। 'বিগ বস ১৫'-এর ঘরে তাঁদের আলাপ হয়। ২০১২ সালের 'লাইফ ওকে' চ্যানেলের থ্রিলার '২৬১২' দিয়ে অভিনয় যাত্রা শুরু করেন তিনি। ২০১৩ সালে তাঁকে কালার্স টিভির ধারাবাহিক 'সংস্কার - ধরোহর অপনোঁ কি'তে কাজ করেন। এছাড়া তিনি 'স্বরাগিনী', 'পহরেদার পিয়া কি' , 'রিশতা লিখেঙ্গে হম নয়া', 'কর্ণ সঙ্গিনী' ধারাবাহিকে কাজ করেছেন।