লাগাতার ভারী বর্ষণ চলছে, এখনই মুক্তি নেই বেঙ্গালুরুর শহরের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন হয়েই রয়েছে শহরের অভিজাত এলাকাতেও জল ঢুকে পড়েছে দামি, বিলাসবহুল গাড়ির ভিতর ঢুকে গিয়েছে ঘোলা জল কয়েক কোটি টাকার ভিলাতেও জল থৈ থৈ করছে জলবন্দি হয়ে পড়েছেন প্রযুক্তি শহরের বাসিন্দারা নৌকা, ট্র্যাক্টরে চাপিয়ে উদ্ধার করা হচ্ছে মানুষকে জিনিসপত্র নিয়ে আপাতত সরে যাচ্ছেন অনেকেই গত চার দিনে বেঙ্গালুরুতে ২৫১.৪ মিলিমিটার বৃষ্টি ৩৪ বছরে সেপ্টেম্বর মাসে এমন বৃষ্টির নজির নেই