শীত শেষ হতে চলল। আবহাওয়া বদলাচ্ছে। এই সময় ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

বাজারে চলতি বিভিন্ন ফেসপ্যাক ব্যবহার করে যদি ফল না পেয়ে থাকেন এবার তবে বাড়িতেই 'ফেসপ্যাক' বানিয়ে নিন। সহজ ও উপকারী দুইই হবে।

বাড়িতে সবসময় প্রায় থাকে এমন উপাদান দিয়ে সহজেই তৈরি করতে পারেন 'ফেসপ্যাক'। রইল টিপস।

বাড়িতে বানাতে পারেন অ্যালোভেরা মাস্ক। ঘৃতকুমারীতে থাকে ব্যাক্টেরিয়ার সঙ্গে লড়াই করার ক্ষমতা। এতে ত্বকে ডার্ক স্পট পড়ার সম্ভাবনা কমে।

মধু ও ডিম দিয়ে বানিয়ে ফেলতে পারেন মাস্ক। মুখে অ্যাকনে সারিয়ে তুলতে মধু সাহায্য করে। অন্যদিকে ত্বকের শুষ্কতা দূর করে ডিম।

বাড়িতে বেসন কম বেশি সকলের থাকে। দুধের সঙ্গে বেসন মিশিয়ে সেটা পুরু করে মুখে লাগাতে পারেন। এতে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে, দাগ মেটে।

দু চামচ হলুদ গুঁড়োর সঙ্গে এক চামচ বেকিং পাউডার মিশিয়ে তাতে গোলাপ জল দিয়ে মাস্ক তৈরি করে ফেলতে পারেন। ত্বকের প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফিরে আসবে।

ভিটামিন এ, ডি, ই, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ অ্যাভোকাডো দিয়েও তৈরি করতে পারেন মাস্ক। ত্বকের আর্দ্রতা বাড়ায় এটি।

ত্বকের যত্নে শশার ব্যবহার বহুদিনের। ত্বকে ভিটামিনের ঘাটতি পূরণ করে এটি। শশা কুচিয়ে মিক্সারে পেস্ট করে নিতে পারেন। ১৫ মিনিট মেখে ধুয়ে ফেলুন।

টকদই খাওয়া যেমন স্বাস্থ্যকর তেমনই মুখে মাখলেও উপকার মেলে। দইয়ের সঙ্গে খানিক পাতিলেবু বা কমলালেবুর রস মিশিয়ে নিলেই কেল্লাফতে। ত্বক নরম হয়।