Image Source: Pexels, Pixabay

হৃদযন্ত্র ভাল রাখতে আমন্ডে ভরসা অনেকেরই

Image Source: Pexels, Pixabay

সম্প্রতি একটি সমীক্ষায় আরও একটি সুখবর, Frontiers in Nutrition- জার্নালে প্রকাশিত গবেষণাপত্র

Image Source: Pexels, Pixabay

গবেষকদের দাবি, ১২ সপ্তাহ ধরে প্রতিদিন আমন্ড খেলে ডায়াবেটিস রুখতে সাহায্য

গবেষকরা জানিয়েছেন কোলেস্টেরলের মাত্রা হ্রাস পেয়েছে অংশগ্রহণকারীদের মধ্যে

Image Source: Pexels, Pixabay

গবেষকদের মতে প্রি ডায়াবেটিক ব্যক্তিদের জন্য আমন্ড অত্যন্ত জরুরি খাবার।

Image Source: Pexels, Pixabay

আমন্ড যাঁরা খেয়েছেন তাঁদের ট্রাইগ্লিসারাইডের মাত্রাও লাগামে থাকবে।

Image Source: Pexels, Pixabay

৪০০ জনকে নেওয়া হয়েছিল সমীক্ষার জন্য। তাঁদের বয়স ২৫ থেকে ৬৫ বছরের জন্য।

Image Source: Pexels, Pixabay

যাঁদের, ডায়াবেটিস, ওবেসিটি, হাইপারটেনশন ছিল তাঁদের নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

Image Source: Pexels, Pixabay

৪০০ জনের মধ্যে ১২৬ জনকে ১৪ দিন টানা গ্লুকোজ মনিটরিংয়ে রাখা হয়েছিল।

Image Source: Pexels, Pixabay

একাধিক গবেষক কাজ করেছেন। Purdue University, হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও ছিলেন।