Image Source: Pexels, Pixabay

বেলাগাম ওজন নিয়ে চিন্তা থাকেই, ডায়েট নিয়ে আলোচনা হয়

Image Source: Pexels, Pixabay

এই সময়েই ভরসা করা যায় প্রোটিনসমৃদ্ধ খাবারের উপর।

Image Source: Pexels, Pixabay

ব্রেকফাস্ট-লাঞ্চ-ডিনার, যেকোনও সময়ে খাওয়া যায় ডিম।

Image Source: Pexels, Pixabay

প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাটের অত্যন্ত ভাল উৎস ডিম।

Image Source: Pexels, Pixabay

নানা ধরনের শুঁটি, ডাল, বিনস উদ্ভিজ্জ প্রোটিনের ভরপুর উৎস।

Image Source: Pexels, Pixabay

প্রোটিন, ফাইবার এবং উচ্চমানের কার্বোহাইড্রেটের উৎস এগুলি।

Image Source: Pexels, Pixabay

সামুদ্রিক মাছ খনিজসমৃদ্ধ। পাশাপাশি প্রোটিনেরও উৎস। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে।

Image Source: Pexels, Pixabay

বিভিন্ন ধরনের বীজ এবং বাদাম ওজন কমাতে গেলে পাতে রাখতেই হবে।

Image Source: Pexels, Pixabay

দুধ থেকে তৈরি পনিরও প্রোটিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার: কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন