মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার এলন মাস্কের হাতে যেতেই বদলে যাচ্ছে পরিস্থিতি। খোদ ট্যুইটারে 'আস্থা রাখতে পারছেন না' সিইও পরাগ আগরওয়াল।
রিপোর্ট বলছে, মাস্কের মালিকানায় ট্যুইটারের অনিশ্চিত ভবিষ্যৎ দেখছেন ভারতীয় বশোদ্ভূত এই টেকি।
2021 সালের নভেম্বরে জ্যাক ডরসির কাছ থেকে ট্যুইটারের দায়িত্ব নেন আগরওয়াল।
রিসার্চ ফার্ম ইকুইলারের মতে, এই পরিস্থিতিতে পরাগ আগরওয়ালকে ট্যুইটারের দায়িত্ব থেকে সরালে আনুমানিক $42 মিলিয়ন ডলার দিতে হবে।
শোনা যাচ্ছে, পরাগ আগরওয়ালের ওপর ভরসা রাখতে পারছে না ট্যুইটারের ম্যানেজিং বোর্ড।