মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার এলন মাস্কের হাতে যেতেই বদলে যাচ্ছে পরিস্থিতি। খোদ ট্যুইটারে 'আস্থা রাখতে পারছেন না' সিইও পরাগ আগরওয়াল।

রিপোর্ট বলছে, মাস্কের মালিকানায় ট্যুইটারের অনিশ্চিত ভবিষ্যৎ দেখছেন ভারতীয় বশোদ্ভূত এই টেকি।

রয়টার্সের রিপোর্ট বলছে, ট্যুইটারের মালিকানা মাস্কের হাতে যেতেই সোমবার কোম্পানির কর্মীদের সঙ্গে টাউন হলে বৈঠক করেন পরাগ।

ট্যুইটারের সিইও বলেন, একবার চুক্তি সম্পন্ন হয়ে গেলে আমরা জানি না যে প্ল্যাটফর্মটি কোন দিকে যাবে।

মাস্কের মালিকানায় ট্যুইটার যেতেই শুরু হয়েছে জোর জল্পনা। ট্যুইটারে অনিশ্চিত হয়ে পড়েছে সিইও পরাগ আগরওয়ালের ভবিষ্যৎ।

2021 সালের নভেম্বরে জ্যাক ডরসির কাছ থেকে ট্যুইটারের দায়িত্ব নেন আগরওয়াল।

রিসার্চ ফার্ম ইকুইলারের মতে, এই পরিস্থিতিতে পরাগ আগরওয়ালকে ট্যুইটারের দায়িত্ব থেকে সরালে আনুমানিক $42 মিলিয়ন ডলার দিতে হবে।

ইতিমধ্যেই ট্যুইটারের ব্যাবস্থাপক কমিটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন মাস্ক। এলন জানিয়ে দিয়েছেন , ট্যুইটারের ম্যানেজমেন্টের ওপর তাঁর কোনও আস্থা নেই।

শোনা যাচ্ছে, পরাগ আগরওয়ালের ওপর ভরসা রাখতে পারছে না ট্যুইটারের ম্যানেজিং বোর্ড।

মাইক্রো ব্লগিং প্লাটফর্মকে সেভাবে লাভের মুখ দেখাতে পারছেন না আগরওয়াল। সেই কারণেই ট্যুইটার মাস্কের হাতে তুলে দেওয়া হয়েছে।