বিশ্ব বাজারে মন্দার আবহে রেকর্ড গড়ছে ভারতীয় শেয়ার বাজার। যেখানে দুরন্ত গতি দেখিয়েছে এই ১০ স্মল ক্যাপ ফান্ড।

বিএসই সেনসেক্স গত এক বছরে 22 শতাংশের বেশি বেড়েছে। এই সময়ের মধ্যে নিফটিও প্রায় 22 শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এই বছর উভয় দেশের প্রধান স্টক সূচকগুলি প্রায় 6-6 শতাংশ লাভ দিয়েছে। জুন মাসে বেড়েছে প্রায় ৪-৪ শতাংশ।

এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা শেয়ার বাজারের সুবিধা নিতে মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকছে।

গত এক বছরে বাজারকে বিশাল ব্যবধানে ছাড়িয়ে গিয়েছে এই মিউচুয়াল ফান্ডগুলি। বিনিয়োগকারীদের 45% পর্যন্ত রিটার্ন দিয়েছে।

HDFC স্মল ক্যাপ ফান্ড - সরাসরি পরিকল্পনা - বৃদ্ধি 45.56%
কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড - সরাসরি পরিকল্পনা - বৃদ্ধি 41.06%

টাটা স্মল ক্যাপ ফান্ড - সরাসরি পরিকল্পনা - বৃদ্ধি 39.41%
আইটিআই স্মল ক্যাপ ফান্ড - সরাসরি পরিকল্পনা - বৃদ্ধি 35.60%

HSBC স্মল ক্যাপ ফান্ড - সরাসরি পরিকল্পনা - বৃদ্ধি 34.29%
Invesco India Smallcap Fund - সরাসরি - বৃদ্ধি 33.92%

এডেলউইস স্মল ক্যাপ ফান্ড - সরাসরি পরিকল্পনা - বৃদ্ধি 33.40%
সুন্দরম স্মল ক্যাপ ফান্ড - সরাসরি পরিকল্পনা - বৃদ্ধি 33.21%

Thanks for Reading. UP NEXT

বিনিয়োগ করলেই লাভ ! আগামী সপ্তাহে আসছে এই IPO

View next story