আগামী সপ্তাহে অনেক নতুন কোম্পানিতে বিনিয়োগের সুযোগ পাবেন বাজারে। এর মধ্যে কিছু আইপিও আসছে যাদের নাম ইতিমধ্যেই বাজারে অনেকে জানেন।

এবার সেনকো গোল্ড আনছে আইপিও। ৪০৫কোটি টাকার ইনিশিয়াল পাবলিক অফার (IPO) আনার কথা নিশ্চিত করেছে কোম্পানি।

তিন দিনের আইপিও ৬ জুলাই বন্ধ হবে। অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য বিডিং ৩ জুলাই খোলা হবে।

সেবির পাওয়া তথ্য অনুসারে, রেড হেরিং প্রসপেক্টাস (RHP) সেই কথা বলছে।

আলফালজিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আইপিও

এই আইপিওটি 3 জুলাই 2023 থেকে 6 জুলাই 2023 পর্যন্ত খোলা থাকবে৷ এর ইস্যুর পরিমাণ 13,41,600 শেয়ার৷

এর মার্কেট লট 1200 শেয়ার এবং বিনিয়োগকারীরা কমপক্ষে 1200 শেয়ারের জন্য বিড করতে পারেন।

এতে সর্বোচ্চ 11,41,200টি শেয়ারের জন্য বিড করা যাবে। এর তালিকা বিএসইতে হবে।

ভিনটেজ কফি অ্যান্ড ড্রিঙ্ক লিমিটেড
এই রাইট ইস্যুর জন্য 10 টাকা মূল্যে শেয়ার ইস্যু করা হবে যা 3 জুলাই থেকে 10 জুলাই, 2023 এর মধ্যে খোলা হবে৷


এর মার্কেট লট 1 শেয়ারের৷ রাইট ইস্যুর আকার 3,49,01,136 শেয়ার।

শোনা যাচ্ছে, শীঘ্রই আইপিও নিয়ে আসছে টাটা টেকনোলজিস

Thanks for Reading. UP NEXT

১০০ টাকায় স্টেশনেই পাবেন রুম, ভারতীয় রেল দিচ্ছে সুবিধা

View next story