Image Source: Pexels, Pixabay

শরীরচর্চার সঙ্গে প্রয়োজন ডায়েটও, ঠিক সেই কারণেই খাবারেও মন দেওয়া প্রয়োজন।

Image Source: Pexels, Pixabay

ডায়েটে সহজলভ্য খাবার থাকলে যেমন সুবিধা হয়, তেমনই পকেটেও কম টান পড়ে।

Image Source: Pexels, Pixabay

দীর্ঘসময় শরীরচর্চার পরে এমন খাবার প্রয়োজন যা সহজপাচ্য, পেট ভরাবে এবং প্রচুর পুষ্টি দেবে।

Image Source: Pexels, Pixabay

জোর দেওয়া হয় জল পান করার উপরেও। শরীরচর্চার সময় প্রচুর জল এবং প্রয়োজনীয় খনিজ ত্যাগ করে শরীর।

Image Source: Pexels, Pixabay

কী খাওয়া যাবে তার বড়সড় তালিকা থাকে, সহজেই মেলে। এখানে দেওয়া হয় সহজলভ্য কিছু খাবারের কথা।

Image Source: Pexels, Pixabay

অঙ্কুরিত ছোলা খাওয়া যায়। খাওয়া যেতে পারে সেদ্ধ ছোলা বা মুগ সেদ্ধ।

Image Source: Pexels, Pixabay

ছানা অত্যন্ত উপকারী, একাধিক ভাবে কাজে দেবে শরীরচর্চার পরে।

Image Source: Pexels, Pixabay

ছোলার ছাতুর সরবতও খাওয়া যায়। সহজে হজম হবে এবং তুলনায় সস্তা এই খাবার।

Image Source: Pexels, Pixabay

পনির এবং বাটারমিল্ক রাখা যেতে পারে এই তালিকায়।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।