Image Source: Pexels, Pixabay

মিষ্টি খাওয়া এড়ানোর চেষ্টা করছেন, অথচ মিষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না। এমন সমস্যা অনেকেরই হয়।

Image Source: Pexels, Pixabay

মিষ্টি খাওয়ার ইচ্ছে বা Sugar Craving অস্বাভাবিক নয়। কিন্তু কড়া ডায়েট মানতে গেলে সেটা এড়ানো প্রয়োজন।

Image Source: Pexels, Pixabay

প্রথমেই নজর রাখতে হবে ফলে। বিভিন্ন ধরনের তাজা ফল খেতে হবে নিয়মিত।

Image Source: Pexels, Pixabay

ফলে থাকা প্রাকৃতিক শর্করা মিষ্টি খাওয়ার ইচ্ছেও মেটাবে।

Image Source: Pexels, Pixabay

যা খাওয়া হচ্ছে, তাতে প্রাত্যহিক পুষ্টির চাহিদা কি মিটছে? সেদিকে খেয়াল রাখতেই হবে।

Image Source: Pexels, Pixabay

কখনও পুষ্টির অভাব Sugar Craving বাড়িয়ে দিতে পারে।

Image Source: Pexels, Pixabay

অনেক সময় মশলাদার খাবার Sugar Craving কমাতে পারে।

Image Source: Pexels, Pixabay

পেঁয়াজ-রসুন, আদা-দারচিনির ব্যবহার করলে সেই গন্ধ মিষ্টি খাওয়ার ইচ্ছে কমায়।

Image Source: Pexels, Pixabay

দই বা বাটারমিল্ক খাওয়ার অভ্যাসে মিষ্টি খাওয়ার প্রবণতা কমে।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা মেনে চলুন।