'দম লাগাকে হাইসা' ছবির হাত ধরে প্রথম বড়পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী ভূমি পেডনেকর। চিত্রনাট্যের প্রয়োজনে এই ছবির জন্য ৯০ কেজি ওজন করেছিলেন নায়িকা। ৬ বছর আর ১২টা ছবি পেরিয়ে সেই নায়িকা এখন ছিপছিপে, তন্বী। একের পর এর সেরা অভিনেত্রীর পুরস্কারে ভারি তাঁর ঝুলি। ২০১৫ সালে 'দম লাগাকে হাইসা' ছবির হাত ধরে প্রথম বড়পর্দায় আসেন ভূমি। কিন্তু বড়পর্দার সঙ্গে তাঁর যোগাযোগ বহুদিনের। অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করার আগে 'যশরাজ ফিল্মস'-এ কাজ করতেন ভূমি। তবে ক্যামেরার পিছনে। চক দে ইন্ডিয়া, রকেট সিং-এর মতো ছবিতে কাস্টিং পরিচালক অভিমুন্য রায়-এর সহকারী হিসেবে কাজ করেছিলেন ভূমি পেডনেকর। রূপোলি পর্দার সঙ্গে যোগাযোগ থাকলেও ভূমিকে দীর্ঘ অডিশন দিতে হয়েছিল 'দম লাগাকে হাইসা'-র জন্য শোনা যায়, প্রায় আড়াই মাস ধরে অডিশন দিয়েছিলেন ভূমি। প্রথম অডিশনে মনোনীত হয়েছিলেন তিনি কিন্তু তারপরের অডিশন চলে প্রায় আড়াই মাস ধরে। বার বার বিভিন্নরকম পরীক্ষা দিতে হয়েছিল ভূমিকে। নিজের প্রথম ছবি বড়পর্দায় ৪৫ বার দেখেছিলেন ভূমি, আর সবই ছিল স্থানীয় প্রেক্ষাগৃহে।