Image Source: pixabay

বর্ষাকালে চুলের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকেন সকলেই। খুশকি-চুল পড়ার মতো সমস্যা থাকে।

Image Source: pixabay

এই সময়টা চুল ভাল রাখার জন্য একটু বেশি যত্ন নিতে হয়।

Image Source: pixabay

চুলের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করতে পারে রোজমেরি অয়েল। এটি এক ধরনের 'essensial oil'

Image Source: pixabay

এই তেলে অ্যান্টিঅক্সিড্য়ান্ট এবং প্রদাহরোধী পদার্থ রয়েছে, যা চুল বাড়াতে সাহায্য করে।

Image Source: pixabay

রোজমেরি পাতা চায়ের মতো ফুটিয়ে সেটা দিয়ে চুল ধুলে উপকার মিলবে।

Image Source: pixabay

রোজমেরি চায়ে রয়েছে উরসলিক অ্যাসিড যা মাথার ত্বকে রক্ত চলাচল বৃদ্ধিতে সাহায্য করে।

Image Source: pixabay

নারকেল তেল বা অন্য কোনও তেলে রোজমেরি তেল মিশিয়ে মাথায় ম্যাসাজ করা যায়।

Image Source: pixabay

প্রতিদিনের ব্যবহারের শ্যাম্পুতে রোজমেরি অয়েল মেশান। তারপর ব্যবহার করুন।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতির জন্য বিশেষজ্ঞের কথা মেনে চলুন।