এইচইভি হাইব্রিডের পর বিশ্ব বাজারে নতুন ZR-V SUV প্রকাশ করেছে হোন্ডা। সবথেকে বড় খবর , এই গাড়িতে শক্তিশালী হাইব্রিড ইঞ্জিন দিয়েছে জাপানি কোম্পানি।
যে কারণে এসইভি হলেও ZR-V-কে স্পোর্টস e:HV বলছে হোন্ডা।
ZR-V হল একটি প্রিমিয়াম ক্রসওভার যা একটি ২.০লিটার ডাইরেক্ট ইনজেকশন ইঞ্জিন ও একটি ২মোটর হাইব্রিড সিস্টেম (e-CVT) সহ পাওয়া যায়৷
এছাড়াও এতে রয়েছে ১.৫ লিটার টার্বো পেট্রল ও একটি CVT গিয়ারবক্স। ডিজাইন অনুযায়ী নতুন এসইউভি দেখতে অনেকটাই আক্রমণাত্মক।
সামনের দিকে এই গাড়িতে একেবারে মাসারাতির মতো গ্রিল দিয়েছে কোম্পানি। গাড়ির ছাদের নকশাও মনে ধরবে ক্রেতার।
সামনের থেকে বড় হলেও রুফ লাইনে পিছনে যেতেই নিচে নেমে গেছে। যা গাড়িকে আরও আকর্ষণীর করে তুলেছে।
শোনা যাচ্ছে, ভারতের জন্য একটি মিড রেঞ্জের এসইউভি আনবে হোন্ডা। অটো ব্লগারদের মতে, সেখানে দমদার এসইউভি হতে পারে Honda ZR-V স্পোর্টস।
ভারতীয় বাজারে ক্রেতার অভাব হবে না এ গাড়ির। মূলত, জিপ কম্পাস ও টয়োটা হাইরাইডারের সঙ্গে কড়া টক্কর দিতে পারবে হোন্ডার এই এসইউভি।