ফের ম্যালওয়্যারের হানায় ত্রস্ত গুগল। খবর সামনে আসতেই তড়িঘড়ি অ্যাপগুলিকে গুগল প্লে-স্টোর থেকে সরিয়ে দিয়েছে কোম্পানি।

সম্প্রতি ৮টি এরকম ম্যালওয়্যার অ্যাপস পাওয়া গিয়েছে প্ল-স্টোরে। এই অ্যান্ড্রয়েড অ্যাপগুলি থেকে তৈরি হচ্ছে সমস্যা।

এই অ্যাপগুলি আপনার অনুমতি ছাড়াই প্রিমিয়াম পরিষেবা সাবস্ক্রাইব করে দিচ্ছে। এই ম্যালওয়ারের নাম Autolycos।

আশ্চর্যের বিষয়, এখনও পর্যন্ত ৩০ লাখেরও বেশি মানুষ এই অ্যাপগুলো ডাউনলোড করেছেন।

সাইবার সিকিউরিটি ফার্ম অ্যাভেনার নিরাপত্তা গবেষক ম্যাক্সিম ইনগ্রাও টুইটারে এই ম্যালওয়্যার সম্পর্কে তথ্য দিয়েছেন।

তিনি বলেছেন, অটোলাইকোস ব্যবহারকারীদের ব্যক্তিগত বিবরণ ও ডেটা চুরির কাজ করে।

এমনকী এই ম্যালওয়্যারটি ব্যবহারকারীর অজান্তেই এসএমএসও পড়ে ফেলে।

অটোলিকোস রিমোট ব্রাউজারে ইউআরএল চালায় ও ওয়েবভিউ ছাড়াই HTTP অনুরোধ অনুমোদন করে।

এই অ্যাপগুলি হল
Creative 3D Launcher
Gif Emoji Keyboard
Vlog Star Video Editor
Wow Beauty Camera
Free glow Camera
Coco Camera v1.1

আপনার মোবাইলেও যদি এই অ্যাপগুলি থাকে, তবে অ্যান্ড্রয়েড ডিভাইসের সেটিংসে যান।এবার অ্যাপ বিভাগে তালিকাটি দেখুন ও আনইনস্টল করুন।

Thanks for Reading. UP NEXT

বর্ষাকালে চুলের যত্নে রোজমেরি

View next story