যত বড় তারকাই হোন না কেন ছবি প্রচারে যেতে একরকম বাধ্যই আর ছবির প্রচারে প্রথম পছন্দ টেলিভিশন বিশেষ করে কপিল শর্মার অনুষ্ঠানে যাওয়া চাই সেই রীতিই বজায় রাখলেন অজয় দেবগণ এবং তব্বু মুম্বইয়ে কপিলের অনুষ্ঠানের সেটে দেখা গেল তাঁদের 'ভোলা' ছবির প্রচারে ব্যস্ত দুই তারকা সবুজ শাড়িতে বরাবরের মতোই অনবদ্য তব্বু কেতাদুরস্ত সাজগোজ নায়ক অজয়েরও ছবি নিয়ে উৎসাহিত সকলেই সিক্যুয়েলও তৈরি হবে বলে শোনা যাচ্ছে