ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন রূপোলি পর্দার, ফ্যাশন দুনিয়ার। তাঁর কেরিয়ারও শুরু হয়েছিল সেভাবেই।

হিমাচলের এক ছোট্ট গ্রামে জন্ম হয়েছিল অভিনেত্রীর, ছোট থেকেই ঝোঁক ছিল ফ্যাশন ডিজাইনিংয়ে।

একটু বড় হতেই, কিনে নয়, নিজেই ডিজাইন দিয়ে কাপড় বানাতে পছন্দ করতেন কঙ্গনা, করতেনও তাই।

ছোট থেকেই পুত্র ও কন্যাসন্তানের মধ্যে বিভেদে আপত্তি ছিল তাঁর, এই নিয়ে বার বার প্রশ্ন করতেন বড়দের।

চণ্ডীগড়ের ডিএভি স্কুলে পড়াশোনা করতেন কঙ্গনা। তবে দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় অকৃতকার্য হন তিনি।

অল্পবয়স থেকেই ফ্যাশন ডিজাইনে আগ্রহ ছিল তাঁর। এরপর খুব অল্প বয়সেই মডেলিং ও ফ্যাশনে মন দেন কঙ্গনা

প্রথমে মডেলিংকে পেশা হিসেবে নিলেও পরে থিয়েটারে যোগ দেন কঙ্গনা, নিয়মিত নাটক করতেন।

'গ্যাংস্টার' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন কঙ্গনা।