ইন্ডিয়া মিটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD) যে সতর্কবার্তা দিয়েছে তাতে কিন্তু স্বস্তি কমার লক্ষণ নেই

উলটে উত্তরপশ্চিম ভারতের অধিকাংশ অংশেই প্রায় ২ ডিগ্রি পর্যন্ত চড়বে তাপমাত্রার পারদ। আগামী তিনদিন

পূর্বাভাস বলছে আগামী ৫ দিন তাপপ্রবাহ চলবে বিদর্ভ, রাজস্থান, মধ্যপ্রদেশে

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশার অনেক অংশে, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে ৩০ এপ্রিল পর্যন্ত

পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে তাপপ্রবাহ চলার সম্ভাবনা আরও তিনদিন । ১ মে পর্যন্ত। ২৯ এপ্রিল পর্যন্ত বিহারে

তাপপ্রবাহ চলার সম্ভাবনা ছত্তিশগড়ে ৩০ এপ্রিল পর্যন্ত। গুজরাতের উত্তর অংশে ২৮ এপ্রিল পর্যন্ত

বুধবার তাপপ্রবাহ চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশকিছু অংশ এবং বিহার, পশ্চিম রাজস্থান, ওড়িশা, বিদর্ভ এবং সৌরাষ্ট্র কছ এলাকায়

সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৪৩ ডিগ্রি থেকে ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মধ্যপ্রদেশের রাজগড়ে তাপমাত্রা ছিল ৪৫.৬ ডিগ্রি

বৃষ্টি কি হবে ? নতুন পশ্চিমি ঝঞ্ঝার কারণে জম্মু-কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশে আগামী তিনদিনের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে

আগামীকাল বৃষ্টি হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও পশ্চিম উত্তরপ্রদেশে। আগামীকাল ও পরশু বৃষ্টির সম্ভাবনা। বাংলায় বৃষ্টির সম্ভাবনা কতটা ?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে

আর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মে মাসের শুরুর দিকে