প্রবল গরমে ঘরে ঘরে জ্বর শিশুদের

বয়স ভেদে উপসর্গ ভিন্ন হয়

বাচ্চারা একসঙ্গে একে অপরের টিফিন ভাগ করে খায়।

টিফিনে ভাগ বসানো থেকে ভাইরাস ছড়িয়ে পড়ে।

বাচ্চা যদি ইনফ্লুয়েঞ্জা সংক্রমণে আক্রান্ত হয়

তাহলে আকস্মিক জ্বর, নিস্তেজ ভাব আসতে পারে।

পাশাপাশি আরও কিছু উপসর্গ দেখা যাচ্ছে

সর্দি, নাক বন্ধের মতো সমস্যা হচ্ছে

জ্বর উঠে যাচ্ছে হঠাৎ করে।

নাক থেকে সর্দি ঝরছে, জ্বর থাকছে ৪-৬ দিন।

জ্বর ফেলে রাখা যাবে না।

ডাক্তারের পরামর্শ নিতে হবে।

সতর্ক থাকুন যদি খাওয়াদাওয়া কমে যায়

শ্বাস নিতে কষ্ট হয়, যদি পেট ওঠা-নামা করে

যদি গায়ের তাপমাত্রা বাড়তে থাকে

তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে।

পরিমাণ মতো জল খেতে হবে। জ্বর হলে দরকার ওআরএস।

স্নান করার সময় ঈষদুষ্ণ জল ব্যবহার করুন।

ভাল করে স্নান করান।