এই ছবি দুটি মানুষের গল্প মিলে যাওয়ার। এই দুটি মানুষ দু'জন পুরুষ, আর তাঁদের মিলিয়ে দেয় এক পরিস্থিতি। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সৌরভ দাস ও শুভম। ছবিতে অন্যতম মুখ্যভূমিকায় অভিনয় করেছেন সুমনা দাস। পর্দায় তাঁর নাম রাজিয়া সোনম মুভিজের প্রযোজনায় সদ্য মুক্তি পাওয়া নতুন ছবি ‘বিষাক্ত মানুষ’-এর গল্প লিখেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং শান্তনু মুখোপাধ্যায়। পরিচালনা করেছেন সানি রায়। গল্পের প্রেক্ষাপট তৈরী হয়েছে ফাঁসির সাজাপ্রাপ্ত তৌফিক আসিফ ও এক লেখকের মানসিক টানাপোড়েনকে ঘিরে। ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন করেছেন শিলাদিত্য মৌলিক। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন তিনি। প্রসঙ্গত, নেক্রোফিলিয়া একধরণের মানসিক অসুস্থতা। এই অসুস্থতায় মৃতদেহের সঙ্গে প্রেম থেকে শুরু করে যৌনতার বাসনা হয় আক্রান্তের মধ্যে। ছবিতে ছোট হলেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জিনা তরফদার। তথাকথিত এই সাহসী গল্প নিয়ে পর্দার গল্প বুনেছেন পরিচালক। তাঁর মতে এই ধরনের বিষয়কে পর্দায় তুলে ধরা সচেতনতা প্রচারের চেষ্টাও বটে।