আজ জন্মদিন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য অক্ষয় কুমারের আসল নাম রাজীব ওম ভাটিয়া। দিল্লির চাঁদনি চকে কেটেছে তাঁর ছোটবেলা তায়কন্ডোতে ব্ল্যাক বেল্ট অভিনেতা। মার্শাল আর্টসেরও প্রশিক্ষণ নিয়েছেন অক্ষয় কুমার ব্যাংককে মার্শাল আর্টসের প্রশিক্ষণ নেওয়ার সময় ওয়েটারেরও কাজ করেন অক্ষয় কুমার স্টান্ট দৃশ্যগুলিতে মোটেই বডি ডবল ব্যবহার করেন না, বরং, নিজের অ্যাকশন দৃশ্যে নিজেই অভিনয় করেন অক্ষয় কুমারকে বলিউডের 'খিলাড়ি' বলা হয়। এর মূল কারণ, 'খিলাড়ি' নাম দিয়ে আটটি ছবিতে অভিনয় করেছেন তিনি অভিনেতা হওয়ার আগে মার্শাল আর্টসের প্রশিক্ষক ছিলেন অক্ষয় কুমার। জানা যায়, সেই সময়ই তাঁর এক ছাত্র তাঁকে মডেলিং করতে জোর দেন একটি মডেলিং অ্যাসাইনমেন্টও করে দেন। ক্যামেরার সামনে ২ ঘণ্টা পোজ দেওয়ার জন্য ৫০০০ টাকা পেয়েছিলেন তিনি ১৯৯৪ সালে এক বছরে অক্ষয় কুমারের ১১টি ছবি মুক্তি পেয়েছিল জানা যায়, তাঁর পর পর ১৬টি ছবি একসময় ফ্লপ হয়েছিল। তারপর তিনি 'হেরা ফেরি'র প্রস্তাব পান। এবং ছবি সুপারহিট হয়