টিনসেল টাউনের জনপ্রিয় তারকা দম্পতিদের অন্যতম 'ভিকি-ক্যাট'। ক্যাটরিনা কাইফ সম্পর্কে নিজের ভালোলাগার কথা 'কফি উইফ করণ'-র একটি এপিসোডে বলেছিলেন ভিকি কৌশল। তার পর থেকে গাঢ় হয় দুজনের সম্পর্ক, অবশেষে বিয়ে। সেই 'কফি উইফ করণ'-র সিজন সেভেনে এসেই নিজেদের সম্পর্কের রহস্য উজার করলেন ক্যাট। ভিকি-কে নিয়ে তিনি যে আলাদা করে কখনও ভাবেননি, ফাঁস করলেন সে কথা। 'ওঁর ব্য়াপারেও বিশেষ কিছু জানতাম না। কিন্তু আলাপ হতেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম', স্বীকারোক্তি নায়িকার। ভিকিকে যে তাঁর পছন্দ, সে কথা প্রথম জোয়া আখতারকে জানিয়েছিলেন অভিনেত্রী। তবে এভাবে যে 'মসান'-র নায়কের সঙ্গে তাঁর সম্পর্ক হবে, সেটা ভাবতেও পারেননি ক্যাট। 'কফি উইফ করণ'-এ জানালেন, হয়তো এই সম্পর্কটা তাঁদের ভাগ্যেই লেখা ছিল। পর্দার নায়ক বাস্তবেও এক জন ভাল মানুষ ও আদ্যন্ত ফ্যামিলি ম্যান, জানালেন ভিকি-ঘরণী। তাতেই মুগ্ধ ক্যাট।