মান না সম্মান কোনটা আয় করা বেশি প্রয়োজনীয়, প্রশ্ন তুলবে 'মির্জা'। মুক্তি পেল অঙ্কুশ হাজরার নতুন ছবি 'মির্জা'র টিজার। চোখ ধাঁধানো অনুষ্ঠানে উন্মোচিত হল তাঁর নতুন কাজের দুর্দান্ত ঝলক। একেবারে নতুন রূপে অঙ্কুশকে দেখতে পাবেন অনুরাগীরা। 'মির্জা'য় গায়ে কাঁটা দেওয়া আত্মপ্রকাশ অভিনেতার। খারাপ ভালর সংজ্ঞা যেখানে গুলিয়ে যাবে। তবে এই ছবিতে শুধু অভিনয়ই করেননি অঙ্কুশ। তিনি এই ছবির নিবেদকও। শুরু করেছেন তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা 'অঙ্কুশ মোশন পিকচার্স'। এই সংস্থা ও 'নেক্সজেন ভেঞ্চার্স'-এর যৌথ নিবেদনে ও রক্তিম চট্টোপাধ্যায়ের প্রযোজনায়, সুমিত-সাহিলের পরিচালনায় আসছে 'মির্জা'। ২০২৩ সালের ইদের ছুটি জমজমাট হবে এই ছবির হাত ধরেই, আশা নির্মাতাদের। ছবির প্রথম টিজার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অঙ্কুশ। এই টিজারেই প্রথম প্রকাশ্যে এল ছবিতে তাঁর লুক। ক্যাপশনে লেখেন, 'মির্জার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলাম, ২০২৩ সালের ইদে সব নিয়ম ভাঙতে দেখবেন ওঁকে।' গত ১৫ অগাস্ট ছবির টাইটেল টিজার লঞ্চ হয়েছিল। ছবির টিজার বেশ সাড়া ফেলেছে অনুরাগীদের মধ্যে। এখন এটাই দেখার যে ছবি কেমন পারফর্ম করে প্রেক্ষাগৃহে। অপেক্ষা সামনের বছরের ইদের।