শহরের বুকে হয়ে গেল 'বিসমিল্লা' ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। হাজির ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা। এক শিল্পীর কাছে ঠিক কী বড়? শিল্পের প্রতি ভালবাসা, সম্মান নাকি উপার্জন? বাঁশি আর সানাইয়ের সুরে বাঁধা এই ছবি তুলে ধরবে এক শিল্পীর জীবনের টানাপোড়েনকে। বাঁশি বাজাতে বাজাতে সানাইয়ের তালিম, তারপরে স্বীকৃতির খোঁজে লড়াই। সব মিলিয়ে সুরে বাঁধা, টান টান 'বিসমিল্লা'-র ট্রেলার। ছবির পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত। সঙ্গীত পরিচালনাতেও তিনিই। গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। ছবির একেবারে অন্য ধরনের চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক প্রযোজক রাজ চক্রবর্তীও। 'বিসমিল্লা' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋদ্ধি সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অপরাজিতা আঢ্য ও গৌরব চক্রবর্তীকে। এই প্রথম শুভশ্রীর বিপরীতে জুটি হিসেবে দেখা যাবে ঋদ্ধিকে। অভিনয়ে রয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ও। টিজার জুড়ে যেন কেবলই 'ঋদ্ধি-রাজ'। মানসিক টানাপোড়েন, প্রেম, কল্পনা সবকিছুকে সার্থকভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। বলাই বাহুল্য ছবিতে গানের গুরুত্ব বিশাল। গানের দায়িত্বে রয়েছেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিংহ ও অন্যান্যরা।