বিলাসবহুল ইলেকট্রিক গাড়ি বলতেই ১ কোটি টাকার নিচে ভাবেন না ক্রেতারা। সম্প্রতি ক্রেতাদের সেই ধারণাকে বদলে দিয়েছে BMW i4 eDrive40

প্রিমিয়াম গাড়ির বিভাগে 70 লক্ষ টাকার নিচে এই গাড়ির দাম ঘোষণা করেছে কোম্পানি।

বিশাল আাকারের গাড়ি হলেও হালকা এই গাড়ি দেয় ৫৯০ কিলোমিটার রেঞ্জ।

একে বিএমডব্লিউ 3 সিরিজের একটি স্পোর্টি কুপে সংস্করণ বলা যেতে পারে।

বড় গ্রিলের পাশাপাশি এতে পাতলা LED হেডল্যাম্প দেওয়া হয়েছে। এটি একটি স্পোর্টস কার যা রুফলাইনের সঙ্গে পিছনের টেইল লাইট মিশিয়ে দিয়েছে।

এতে রয়েছে 19 ইঞ্চির চাকা। ভারী দরজাটি খুললে যেকোনও স্পোর্টস কারের কথা মনে করাবে গাড়ি।

কেবিনে পাবেন, 3-জোন ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জিং, সানরুফ, হারমান কার্ডন সারাউন্ড সাউন্ড সিস্টেমের 17টি স্পিকার।

এই গাড়িতে পাবেন 470লিটারের বুট স্পেস।এই গাড়ির ব্যাটারি প্যাকটি মেঝের মধ্যে দেওয়া হয়েছে।

0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে এই গাড়ির ঘণ্টা 5.7 সেকেন্ড সময় লাগে।

590 কিলোমিটার রেঞ্জ দাবি করে কোম্পানি।125 এমএম-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে গাড়িতে। স্পিড ব্রেকারের ওপর দিয়ে যাওয়ার সময় গাড়িতে কোনও সমস্যা হয় না