আজ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। উদযাপনে কুচকাওয়াজ গুয়াহাটিতে। মাদকের নেশা যে কত ভয়ঙ্কর, সেটা বোঝাতেই প্রতি বছর ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপন করে রাষ্ট্রপুঞ্জ। মাদকের কারবার শেষ করতে চিনা রাজনীতিবিদ লিন জেক্সু-র উদ্যোগকে সম্মান জানিয়ে ২৬ জুন দিনটিকে 'ওয়ার্ল্ড ড্রাগ ডে' করা হয়। সালটা ১৮৩৯। চিনে বেআইনি ভাবে আসা প্রায় ১২ লক্ষ কিলোগ্রাম বেআইনি আফিম নষ্ট করেছিলেন জেকসু। গোটা অভিযান শেষ করতে ২৩ দিন সময় লেগেছিল জেকসু-র। ৩ জুন থেকে শুরু করে ২৬ জুন শেষ হয় অভিযান। আজ বিশ্বের নানা প্রান্তেই চলছে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপন। বাদ যায়নি ভারতও। PTI আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে কলকাতায় কুচকাওয়াজের উদ্বোধন করেন সাংসদ নূসরত জাহান। ছিলেন মন্ত্রী শশী পাঁজা। সঙ্গে আবীর চট্টোপাধ্যায়। এ বছর 'ওয়ার্ল্ড ড্রাগ ডে'-তে রাষ্ট্রপুঞ্জের থিম 'অ্যাড্রেসিং ড্রাগ চ্যালেঞ্জেস ইন হেলথ অ্যান্ড হিউম্যানিট্যারিয়ান ক্রাইসিস।' ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মতো একাধিক বিপর্যয়ের মধ্যে মাদকাসক্তদের কী ভাবে সাহায্য করা যায়, সেটাই এবারের চ্যালেঞ্জ। তবেই হয়তো সর্বনাশা এই নেশার শেষের দিকে আরও কিছুটা এগোনো যাবে।