Image Source: Pexels

কেক খেতে ভালবাসেন? এদিকে ডায়েট করছেন। রইল কিছু হেলদি কেকের রেসিপি।

Image Source: Pexels

নিশ্চিন্তে আপনি এইসব কেক খেতে পারবেন। মেদ বাড়ার সম্ভাবনাই নেই।

Image Source: Pexels

খুব সহজে বাড়িতেই তৈরি করতে পারবেন এইসব হেলদি কেক।

Image Source: Pexels

এই হেলদি কেক তৈরিতেও ব্যবহার হবে বাড়িতে থাকা সাধারণ জিনিসপত্র।

Image Source: Pexels

দেখে নেওয়া যাক এই তালিকায় কোন কোন কেক রয়েছে।

Image Source: Pexels

রাগি আর চকোলেট দিয়ে তৈরি করতে পারেন স্পেশ্যাল কেক।

Image Source: Pexels

ওটস খুবই স্বাস্থ্যকর খাবার। এর সঙ্গে চকোলেট চিপ মিশিয়ে তৈরি করুন কেক।

Image Source: Pexels

স্বাস্থ্যকর কেক বানাতে গেলে মিষ্টি স্বাদের জন্য চিনির পরিবর্তে ব্যবহার করতে পারেন গুড়।

Image Source: Pexels

খেজুর এবং অন্যান্য ড্রাই ফ্রুটস দিয়ে বানানো কেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর।

Image Source: Pexels

মূলত ময়দার পরিবর্তে আটা ব্যবহার করলেই হেলদি কেক বানানো সম্ভব।