কেক খেতে ভালবাসেন? এদিকে ডায়েট করছেন। রইল কিছু হেলদি কেকের রেসিপি। নিশ্চিন্তে আপনি এইসব কেক খেতে পারবেন। মেদ বাড়ার সম্ভাবনাই নেই। খুব সহজে বাড়িতেই তৈরি করতে পারবেন এইসব হেলদি কেক। এই হেলদি কেক তৈরিতেও ব্যবহার হবে বাড়িতে থাকা সাধারণ জিনিসপত্র। দেখে নেওয়া যাক এই তালিকায় কোন কোন কেক রয়েছে। রাগি আর চকোলেট দিয়ে তৈরি করতে পারেন স্পেশ্যাল কেক। ওটস খুবই স্বাস্থ্যকর খাবার। এর সঙ্গে চকোলেট চিপ মিশিয়ে তৈরি করুন কেক। স্বাস্থ্যকর কেক বানাতে গেলে মিষ্টি স্বাদের জন্য চিনির পরিবর্তে ব্যবহার করতে পারেন গুড়। খেজুর এবং অন্যান্য ড্রাই ফ্রুটস দিয়ে বানানো কেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর। মূলত ময়দার পরিবর্তে আটা ব্যবহার করলেই হেলদি কেক বানানো সম্ভব।