জনপ্রিয় 'চেন্নাই এক্সপ্রেস' ছবিতে শাহরুখ খানের বিপরীতে মীনাম্মার চরিত্রের জন্য প্রথম প্রস্তাব যায় ক্যাটরিনার কাছে। কিন্তু তিনি ফিরিয়ে দেন।

ক্যাটরিনার বাতিল করে দেওয়া এই ছবি ব্লকবাস্টার হয় এবং বিশ্বজুড়ে ৪২২ কোটি টাকার ব্যবসা করে।

'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির নয়না তলওয়ারাকে মনে আছে? হ্যাঁ, দীপিকা পাড়ুকোনের জনপ্রিয় সেই চরিত্রের অফারও প্রথম পান ক্যাটরিনা।

অন্যান্য কাজের জন্য তিনি এই ছবির প্রস্তাবও ফিরিয়ে দেন। যা এরপর যায় দীপিকার কাছে।

'রামলীলা' ছবির অফারও দীপিকার আগে যায় ক্যাটরিনা কাইফের কাছে। কিন্তু তিনি তা ফিরিয়ে দেন।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ক্যাটরিনা কাইফ এই ছবির মুখ্য চরিত্রের জন্য প্রথম চয়েস ছিলেন।

এছাড়া সূত্রের খবর অনুযায়ী, 'বাজিরাও মস্তানি' ছবির জন্য প্রথম প্রস্তাব যায় ক্যাটরিনার কাছে।

এই ছবি পরবর্তীকালে বিশ্বজুড়ে বক্স অফিসে ৩৬২ কোটি টাকা আয় করে।

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় অন্যতম ক্যাটরিনা কাইফ।

আজ ক্যাটরিনা কাইফের জন্মদিনে অভিনেত্রীর জন্য রইল শুভেচ্ছা।