৪০ বছরে পা দিলেন তিনি, তবে তাঁর কাছে একটা সংখ্যামাত্র। জীবনকে চুটিয়ে উপভোগ করছেন, কাজও করছেন চুটিয়ে। জন্মদিনে নিভৃতে, প্রিয় মানুষ ভিকি কৌশলের সঙ্গে কাটাতে ব্যস্ত ক্যাটরিনা কইফ ক্যাটরিনা জন্মগ্রহন করেছিলেন হংকং-য়ে। তাঁর মা ব্রিটিশ ও বাবা ছিলেন কাশ্মিরী। বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে, নিজের নাম বদলে ফেলেছিলেন ক্যাটরিনা। সঠিকভাবে বলতে গেলে, নাম নয় নিজের পদবি বদলে ফেলেছিলেন নায়িকা। তাঁর আসল নাম ক্যাটরিনা টারকোয়াট সমস্ত ছবি মুক্তি আগে ক্যাটরিনা মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দির, মাউন্ট মেরি চার্চ ও আজমের শরিফ দরগায় যান নিয়ম করে ক্যাটরিনার বিশ্বাস, এইখানে ছবি মুক্তির আগে প্রার্থনা করলে, তাঁর ছবি সাফল্য পাবে। অন্য সমস্ত মানুষের মতোই ক্যাটরিনার কিছু ভয় বা ফোবিয়া রয়েছে। ক্যাটরিনা অন্ধকার ও উচ্চতায় ভয় পান। ক্যাটরিনার নামে একটি বার্বি ডল রয়েছে। তিনিই ভারতের একমাত্র নায়িকা, যাঁর আদলে তৈরি হয়েছে একটি বার্বি ডল ক্যাটরিনার মোমের মূর্তিও রয়েছে লন্ডনের মাদাম তুসোর ওয়াক্স মিউজিয়ামে।