ABP Ananda

বুধবার সকালে মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের ফ্রেমবন্দি হলেন কিয়ারা আডবাণী

ABP Ananda

এদিন হার্ট শেট আঁকা সাদা টিশার্টের সঙ্গে সাদা শর্ট ডেনিম পরেছিলেন কিয়ারা।

ABP Ananda

সাদা পোশাকের সঙ্গে তাঁর পায়ে ছিল মানানসই সবুজ লেয়ার্ড স্নিকার্স।

কিয়ারার কাঁধে ছিল উজ্জ্বল হলুদ ব্যাগ। নজর কাড়ছিল ব্যাগের সোনালি চেনের স্টাইল।

সদ্য 'যুগ যুগ জিও' ছবিটি মুক্তি পেয়েছে কিয়ারার।

শোনা যাচ্ছে, এরপর ফের পর্দায় সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে জুটি বাঁধবেন কিয়ারা

বিমানবন্দরে কিয়ারার মুখে ছিল হালকা ন্যুড মেক আপ, এলো চুল বার বার বাঁধছিলেন তিনি।

যুগ যুগ জিও-র হাতে লাভের মুখ দেখেছিল কিয়ারার ছবি ভুল ভুলাইয়া ২

প্রথম সপ্তাহের ৫০ কোটির গণ্ডি পার করেছিল কিয়ারা ও বরুণ ধবন অভিনীত যুগ যুগ জিও।

এদিন এয়ারপোর্টে ফ্রেমবন্দি হলেও তাঁর গন্তব্য সম্পর্কে জানা যায়নি।