আপনার ফোন যদি দ্রুত গরম হয়ে যায়, তাহলে কী কী কারণে তা হতে পারে সেটা জেনে নেওয়া জরুরি। একাধিক কারণে ফোন গরম হতে পারে, আর সেগুলো খুবই সাধারণ ব্যাপার। একটানা অনেকক্ষণ ফোন ব্যবহার করে, বিশেষ করে ফোনকলে কথা বললে ফোন গরম হওয়ার প্রবণতা দেখা যায়। ফোনে চার্জ কমে গেলে অবশ্যই চার্জ দেওয়া প্রয়োজন। কিন্তু অতিরিক্ত চার্জ দেওয়া ফোন গরম হওয়ার অন্যতম কারণ। একটানা ফোনে অনেকক্ষণ সিনেমা বা ভিডিও দেখলেও ফোন গরম হয়ে যেতে পারে। গেম খেললে সবচেয়ে তাড়াতাড়ি ফোন গরম হয়ে যায়। সেইজন্য গেমিং ফোনে বিশেষ কুলিং সিস্টেম থাকে। ফোন চার্জে বসিয়ে যদি নাগাড়ে ব্যবহার করা হয় তাহলেও ডিভাইস গরম হয়ে যেতে পারে। অনেকেই হয়তো বালিশ বা কুশনের উপর ফোন রেখে ব্যবহার করেন। এর ফলেও ফোন গরম হতে পারে। যদি দেখেন অনেকদিন ধরে ফোন গরম হওয়ার সমস্যা দেখা দিচ্ছে তাহলে অবশ্যই একবার দোকানে দেখিয়ে নিন। ফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন, যত্নশীল হন, তাহলে আর সমস্যা হবে না।