অবশেষে চারহাত এক হল, বিয়ে সারলেন পায়েল-সংগ্রাম শনিবার বাঁধা পড়লেন সাতপাকে, আয়োজন ছিল একেবারে এলাহি লাল লেহঙ্গায় মেকআপ ছাড়াই পায়েল, সঙ্গে সাদা পোশাকে সংগ্রাম আমন্ত্রিত ছিলেন পরিবার ঘনিষ্ঠরা, ইন্ডাস্ট্রির তেমন কেউ নন মা হতে পারবেন না কখনও, আগেই জানিয়েছিলেন পায়েল তার পরই বিয়ের প্রস্তাব দেন সংগ্রাম, শনিবার শুরু হল নতুন জীবন একটি রিয়্যালিটি শোয়ে আলাপ, তার পর এক দশকের বেশি প্রেম নানা বিতর্কে জড়িয়েছেন পায়েল, সঙ্গ ছাড়েননি সংগ্রাম বয়সে সামান্য বড় পায়েল, তবে সংগ্রাম অনেক পরিণত নিজেই তা স্বীকার করেছেন পায়েল, এ বার একসঙ্গে যাত্রা শুরু হল